এক ঝলকে পার্বত্য মেলা-২০২৪
রাজধানীর বেইলি রোডের শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে শুরু হয়েছে ৪ দিনব্যাপী পার্বত্য মেলা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) কমপ্লেক্সের মাল্টিপারপাস হলে আয়োজিত ‘পার্বত্য মেলা-২০২৪’–এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ।
বুধবার শুরু হওয়া এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।
পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্য দেশ ও বিশ্বময় ছড়িয়ে দিতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।
মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
পার্বত্য ৩ জেলার ২৭৫ জন শিল্পীর ঐতিহ্যবাহী পরিবেশনায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
চার দিনব্যাপী এ পার্বত্য মেলায় ৯৭টি স্টল বরাদ্দ রয়েছে। মেলার স্টলে তিন পার্বত্য জেলায় উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য, হস্তশিল্প, ঐতিহ্যবাহী কোমরতাঁতে বোনা পণ্য, ঐতিহ্যবাহী পার্বত্য খাবার প্রদর্শন ও বিক্রি চলছে।
এছাড়া পার্বত্য মেলায় অংশ নিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একমাত্র সরকারি রেজিস্টার্ড অনলাইন সংবাদমাধ্যম পার্বত্যনিউজ। পার্বত্যনিউজের ১৫ নম্বর স্টল থেকে দর্শনার্থীরা সংগ্রহ করতে পারবেন পাক্ষিক পার্বত্যনিউজ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক দুর্লভ কিছু বই প্রদর্শনীর জন্য রাখা হয়েছে।