ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে ২ হাজার গাড়ির বহর নিয়ে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ
এক দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চে যোগ দিতে খাগড়াছড়ির হাজারো বিএনপির নেতাকর্মী এখন চট্টগ্রামের পথে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে প্রায় ২ হাজার গাড়ির বহর নিয়ে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে। প্রবল বর্ষণ উপেক্ষা করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা এই রোডমার্চে অংশ নিচ্ছেন। গাড়ির মধ্যে রয়েছে মোটরসাইকেল, হাইস, পিকআপ, ট্রাক মাহিন্দ্র ও সিএনজি।
এসময় হাজারো নেতাকর্মীর স্লোগানে ১০২ কিলোমিটারের খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক প্রকম্পিত হয়। রোডমার্চ চট্টগ্রাম অভিমুখে যাওয়ার পথে বিভিন্ন স্থানে পথচারীরা হাত নেড়ে অভিনন্দন জানান।
ওয়াদুদ ভূইয়া বলেন, আমাদের একমাত্র লক্ষ্য এ সরকারকে বিদায় করা। এ পথে কোন বাঁধা আমাদের আটকাতে পারবে না।