কক্সবাজারের ডিসি অপসারণের দাবীতে রামুতে মানববন্ধন

fec-image

রামু উপজেলায় কক্সবাজার জেলা প্রশাসকের অপসারণের দাবীতে মানববন্ধন করেছে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার (৬ মে) দুপুর ২টায় রামু বাইপাস মহাড়কের ফুটবল চত্বরে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

ত্রাণের চাল বরাদ্দে বৈষম্যমুলক আচরণের অভিযোগে এই মানববন্ধন আয়োজন করে রামু উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ত্রাণ রামুবাসী পায়নি। কক্সবাজার ৩ আসনের জনপ্রিয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের বাড়ি রামু উপজেলায়।

জনবান্ধব ও সাহসী এ নেতার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জেলা প্রশাসন বিএনপি-জামায়াত নেতাদের সাথে আতাঁত করে পরিকল্পিতভাবে রামু উপজেলায় তুচ্ছ পরিমান বরাদ্দ দিয়েছেন। বক্তারা জেলা প্রশাসক মো. কামাল হোসেনের অপসারণ দাবী করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, সাবেক ছাত্রনেতা গোলাম কবির মেম্বার প্রমুখ।

বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ যথাক্রমে-আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ, ওলামা লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ, ছাত্র লীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশন ও বাস্তুহারা লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, কক্সবাজার, মানববন্ধন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন