কক্সবাজারে আ.লীগ নেতা হত্যা, আটক ১
কক্সবাজারে আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আশরাফুল ইসলাম (১৮) নামের এক তরুণকে আটক করেছেন টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সদস্যরা।
সোমবার (২১ আগস্ট) রাতে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। আটক আশরাফুল ইসলাম কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলীর ইসলামপুর এলাকার বাসিন্দা।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ রোখন জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাত পৌনে ১২টার দিকে আশরাফকে আটক করা হয়। পরে বিস্তারিত জানানো হবে।’
সোমবার দুপুরে কক্সবাজার শহরের হলিডে মোড় এলাকার আবাসিক হোটেল সানমুন থেকে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুদ্দিনের হাত বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর হোটেল থেকে লোকজনের বের হওয়ার ভিডিও ফুটেজ ভাইরাল হলে স্থানীয় বাসিন্দারা আশরাফুল ইসলামকে শনাক্ত করেন বলে জানা গেছে।