গ্যাসের চুলার আগুনে ৬ রোহিঙ্গা দগ্ধ

কক্সবাজারে গ্যাসের চুলার আগুনে ৬ রোহিঙ্গা দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মে) সকাল ৮টার দিকে ক্যাম্প ১/ইস্ট এর ব্লক-ডি ৪ এ রোহিঙ্গা নুর আলমের ঘরে এ ঘটনাটি ঘটে।
এ সময় নুর আলম, তার স্ত্রী, দুই ছেলে এবং পাশের ঘর থেকে দেখতে আসা দুইজনসহ ছয়জন অগ্নিদগ্ধ হয়। তারা বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মো. নাইমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রান্না করতে গেলে গ্যাসের পাইপ ছুটে ঘরে আগুন ধরে যায়। শেডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
ঘটনাপ্রবাহ: আগুন, কক্সবাজার, রোহিঙ্গা দগ্ধ
Facebook Comment