কক্সবাজারে ভয়াবহ অগ্নিকান্ড : ৭০ বসতবাড়ি পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজার শহরের মধ্যম নুনিয়াছড়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ‘শফিকুর রহমান কলোনি’র অন্তত ৭০টি ঘর। এই ঘরগুলো থেকে কোন মালপত্রই বের করা যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ছয়টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এই অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
নুনিয়াছড়া বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্র থেকে কয়েকশ গজ ও কক্সবাজার বিমান বন্দর থেকে মাত্র একশত গজ দূরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কলোনি মালিক শফিকুর রহমান কোম্পানী জানান, তার এই কলোনিতে অন্তত ১০০টি ঘর ছিল। এগুলোতে নিম্নমধ্যবিত্ত শ্রমজীবী মানুষেরা ভাড়ায় থাকতেন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে একটি ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। নিমেষেই আগুন পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। দীর্ঘ প্রায় এক ঘন্টা ধরে জ্বলা এই আগুনে অন্তত ৭০টি ঘর পুড়ে যায়। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সদস্যরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, এই অগ্নিকান্ডে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে।