কক্সবাজারে ২য় বারের মত বসছে সেনাবাজার
কক্সবাজারে ২য় বারের মত শনিবার (৩০ মে) বিনামূল্যে সেনা বাজারের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী।
করোনাভাইরাসের কারনে কর্মহীন অসহায় মানুষর নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং কাঁচা বাজারের চাহিদা পূরণ করতে এই সেনাবাজারের আয়োজন।
সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, কক্সবাজার জেলা ক্রিকেট স্টেডিয়ামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী চাউল, আটা, তৈল, লবণ, ডাল এবং বিভিন্ন ধরনের সবজি নিয়ে এই সেনাবাজারের আয়োজন করে।
ঈদের পূর্বে গত ২২ মে একই স্থানে এই ধরণের সেনা বাজারের আয়োজন করেছিলেন সেনাবাহিনী।
গ্রামের প্রান্তিক কৃষকদের নিকট হতে সবজি সংগ্রহ করে বাজারে নিয়ে এসে ৫০০ পরিবারের মধ্যে বিনামূল্যে এ বাজার প্রদান করা হয়।
১০ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে আয়োজিত এই বাজার কার্যক্রম পরিদর্শন করেন রামু সেনানিবাসের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ ও জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।