কঠোর নিরাপত্তায় থানচিতে বৃষ্টির জন্য নামাজ আদায়

fec-image

সম্প্রতি বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় দুধর্ষ ডাকাতি ও রাতের গুলিবর্ষণের ঘটনায় এখনো এলাকার থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে কয়েকদিন ধরে সারাদেশের ন্যায় তীব্র তাপদাহে পুড়ছে বান্দরবানের থানচি উপজেলা। তপ্ত রোদে পুড়ছে জুমের পাহাড়। অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় নিরাপত্তা বাহিনীদের কঠোর প্রহরায় উপজেলায় ইসতিসকার বা বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরে মডেল মসজিদ প্রাঙ্গণে ইসতিসকার নামাজ আদায় করা হয়।

তাপদাহ থেকে মুক্তি পেতে এবং আল্লাহ তা আলার রহমতের বৃষ্টির জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েকশত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে কান্নাকাটি করেন মুসল্লিরা।

নামাজে ইমামতি করেন থানচি বাজার জামের মসজিদের খতিব ঈমাম মাওলানা কারী আনিস উল্লাহ মোবারক।

তিনি বলেন, সমাজে যখন অন্যায় অত্যাচার ও পাপাচার বেড়ে যায়, মানুষ মহান আল্লাহর সাথে নাফরমানি করে, যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখনই অতিবৃষ্টি-অনাবৃষ্টির মত অবস্থা তৈরি হয়। আমরা যদি আল্লাহর নিকট তওবা করে ইসতিসকার নামাজ আদায় করি তাহলে আল্লাহ তাআলা চাইলে আমাদের রহমতের বৃষ্টি দান করতে পারেন। পরবর্তীতে আমরা বেশি বেশি আমল করবো ইসতেগফার পাঠ করবো এবং ভবিষ্যতে আমরা আর পাপাচারে লিপ্ত হবো না, তাহলেই আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করতে পারেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন