করোনা: রাঙামাটির ১০ জনের রিপোর্ট নেগেটিভ, পরিক্ষাগারে গেল ২৪ জনের


সম্প্রতি রাঙামাটির ১০ জনের রক্তের নমুনা চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজেজেজে (বিআইটিআইডি) পাঠানো হলে পরিক্ষার ফলাফলে নেগেটিভ পাওয়া গেছে।
বুধবার (৮এপ্রিল) এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা।
তিনি বলেন, এ পর্যন্ত সর্বশেষ ১২জনের নমুনা পরিক্ষায় নেগেটিভ পাওয়া গেছে। বুধবার (০৮এপ্রিল) নতুন করে সন্দেহভাজন আরও ২৪ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে ডা| গোলাম মোস্তফা যোগ করেন।
ঘটনাপ্রবাহ: বিআইটিআইডি
Facebook Comment