রবিবার হেলিকপ্টারে সিএমএইচে নেয়া হবে

করোনা আক্রান্ত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর

fec-image

করোনায় আক্রান্ত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর। মন্ত্রীর এপিএস হুমায়ুন সাদেক চৌধুরী পার্বত্যনিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান,  মন্ত্রী বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি শারিরীক ও মানসিকভাবেও সুস্থ রয়েছেন বলে জানান তিনি।

রবিবার হেলিকপ্টারে করে মন্ত্রীকে সিএমএইচে নেয়া হবে বলে জানা গেছে।

বান্দরবান সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা যায়, গত দুইদিন জেলার বিভিন্ন হাসপাতালের মাধ্যমে নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। শনিবার বিকেলে প্রাপ্ত ফলাফল অনুযায়ী জেলায় আজ করোনা পজিটিভ ৯ জন। তার মধ্যে সদর উপজেলায় ৫ জন।

এদের মধ্যে একজন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর, এছাড়া আক্রান্ত অন্যরা হলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কর্মচারী আব্দুল মোতালেব, কৃষি ব্যাংকের ম্যানেজার আক্কাস উদ্দিনসহ তার পরিবারের অন্য ২ সদস্য।

এছাড়া রুমা উপজেলায় আক্রান্তরা হলো জওর জসিয়াম খুমী, ভান লালা থা লিয়াম বম, কেইন প্রে ম্রো। তাদের সবার বয়স ১৫ বছরের নিচে।

অপরদিকে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে আরো একজন করোনা শনাক্ত হয়েছে। তবে তিনি উখিয়া শরণার্থী ক্যাম্পে নমুনা দিয়েছেন। আক্রান্তের নাম রশিদা বেগম। তিনি ইউনিয়নের ঘোনার পাড়ার বাসিন্দা।

বান্দরবান জেলার সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা জানান, শারীরিক ও মানসিক, সব দিক দিয়ে পার্বত্যমন্ত্রী সুস্থ আছেন, তিনি সবার আশীর্বাদ কামনা করেছেন।

শনিবার (৬ জুন) রাত পৌনে ১১টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া গণমাধ্যমকে বীর বাহাদুরের করোনা হওয়ার তথ্য নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার মন্ত্রীর নমুনা বান্দরবান থেকে পাঠানো হয়, আজ শনিবার তার রিপোর্ট পজেটিভ আসে।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে জেলার আলীকদম উপজেলার কৃষি ব্যাংক কর্মকর্তা আমিরুল আজিজ শনিবার (৬ জুন) সকাল ১১ টার সময় চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা গেছে বলে জানা গেছে। এ জেলায় মোট আক্রান্ত ৪৬ জনের মধ্যে ১৫জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা আক্রান্ত, বীর বাহাদুর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন