কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা


রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভা হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র,
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজামান কামাল (ওসি), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুনসহ জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় মাদক, চুরি বৃদ্ধি পাওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়। কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বক্তব্য বলেন, কাপ্তাইয়ের মাদকের সয়লাবের ফলে সমাজ বিপথে যাচ্ছে। আমরা সকলে মাদক হতে বাঁচতে চাই বলে আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন।
সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান, পবিত্র ঈদুল আজহা সুষ্ঠুভাবে সম্পাদন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে সম্প্রতি, চিৎমরম ইউনিয়ন এর চিৎমরম মারমা হোটেলে শিশু শ্রমিক উদ্ধার করে অভিভাবকের হাতে হস্তান্তর এবং স্থানীয় সাংবাদিকরা সহযোগিতা করায় সভায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়া সামনের মাসে বর্ষা মৌসুমে যাতে ক্ষয়ক্ষতি না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানান।