কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন

fec-image

‌‌শিশু থেকে প্রবীণ-পুষ্টিকর খাবার সার্বজনীন- এই প্রতিপাদ্যে মঙ্গলবার রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন হয়। এ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় স্বাস্থ্য বিভাগ চত্বরে এই আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিন।

সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈমা ইলিয়াছ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, একটি সুষ্ঠু ও সবল জাতি গঠন করতে হলে সকলকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করতে হবে। পুষ্টির কোনো বিকল্প নেই। সভায় পুষ্টি ও শরীরের বিভিন্ন ক্ষতিকর খাদ্য বিষয়ে আলোচনা করা হয়। পুষ্টি সপ্তাহ উপলক্ষে কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা, স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কাপ্তাইয়ে বিশ্ব তামাক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিশ্ব তামাক দিবস উদযাপন করা হয়। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ বেলা ১২টায় দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈমা ইলিয়াছসহ প্রমুখ। আলোচনা সভা বক্তব্যরা বলেন,তামাক হলো একটি মাদক। তামাক সেবন করলে শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সৃষ্টি হয়। যার ফলে মৃত্যু অনিবার্য। তাই মাদক বা তামাক সেবন হতে আমাদের দূরে থাকতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন