কাপ্তাইয়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সভা


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে কেপিএম মহিলা ক্লাবে শনিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেপিএম কর্মচারী পরিষদ (সিবিএ) ও কেপিএম লিমিটেডের শ্রমিক কর্মচারীদের আয়োজনে এই সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। বিগত সরকার কেপিএম ধ্বংস করে গেছে। বহু নিরীহ শ্রমিক কর্মচারী ছাটাই করেছে। জিয়াউর রহমান দেশকে তলাবিহীন জুড়ি থেকে উত্তরণ করেছেন। বহুদলীয় গণতন্ত্রের সূচনা করার জন্য আমাদের এই রাষ্ট্রকে ফিরিয়ে আনতে হবে এবং আগামি ডিসেম্বর ২০২৫ এর মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে।
শামসুজ্জামান রকির সঞ্চালনায় এই সভায় সভাপতিত্ব করেন কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ)ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি মো. আব্দুল রাজ্জাক। সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।
বিশেষ অতিথি উপস্থিত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি দীপেন তালুকদার দিপু, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক এড. মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক ও সাবেক কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন,সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমূখ। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর নানা বিষয়ে আলোকপাত করেন। এসময় কেপিএম শ্রমিক কর্মচারী সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।