কাপ্তাইয়ে পাচারকালে দুর্লভ প্রজাতির বানর উদ্ধার

fec-image

রাঙামাটির কাপ্তাইয়ের ব্যঙছড়ি বিটের গভীর অরণ্য হতে দুর্লভ প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই বনবিভাগ দেশের অতিবিপন্ন প্রাণীর তালিকায় থাকা ‘বেঙ্গল স্লো লরিস’ নামের এ লজ্জাবতী বানরটিকে উদ্ধার করতে সক্ষম হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি বিটের গহীন অরণ্যে কোন এক উপজাতীয় ব্যক্তি লজ্জাবতী বানরটি পাচার করা উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। এমতাবস্থায় পাচারকারী বন বিভাগের লোকদের সংবাদ পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে কাগজের বাক্সে বন্দি লজ্জাবতী বানরটি উদ্বার করা হয়। ২০১৫ অনুযায়ী রেডলিস্টে থাকা একদম সংকটাপন্ন এ বিরল প্রজাতি প্রাণীটি নাম উঠে আসে। পরে রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের নেতৃত্বে সঙ্গীয় বনপ্রহরী মো. গিয়াসউদ্দিন, মো. আবু বক্কর, মো. আক্তার হোসেন বানরটিকে উদ্ধার করে।এবং রাঙামাটির বন সংরক্ষক মো. মিজানুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ছালেহ মো. শোয়ইব খানের দিকনির্দেশনা মোতাবেক সন্ধ্যার পর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, পাচার, বানর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন