কাপ্তাইয়ে মাস্ক পরিধান না করায় ১১জনের বিরুদ্ধে মামলাঃ জরিমানা আদায়

fec-image

গত কয়েকদিনে কাপ্তাইয়ে করোনা সনাক্তের হার বেড়ে গেছে। সর্বশেষ গত শুক্রবার ও শনিবার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা মিশন এলাকায় ৮জনের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি।

এই অবস্থায় কাপ্তাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত প্রতিদিন উপজেলার জনবহুল স্থানে জনগণকে মাস্ক পরিধান করে চলাচল করতে কঠোর মনোভাব দেখাচ্ছেন।

এদিকে রবিবার (২৯ নভেম্বর) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান কাপ্তাই নতুনবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই সময় মাস্ক পরিধান না করায় ১৮৬০ সালের দণ্ডবিধির ২৬৯ ধারা মোতাবেক ১১জনের বিরুদ্ধে ১১টি মামলা করেন এবং ১১জনের প্রত্যেককে ১০০ টাকা করে সর্বমোট ১,১০০ টাকা জরিমানা আদায় করেন।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য এবং নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা, কাপ্তাই, ভ্রাম্যমাণ আদালত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন