করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬

fec-image

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ৬ জন। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৪৩৯ জন এবং মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ২৪ জন।

রবিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ০ দশমিক ৪৪ শতাংশ বলে জানিয়েছে অধিদফতর। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ২৯৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৩৬৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩৭২টি। এপর্যন্ত এক কোটি ৫১ লাখ ৫৭ হাজার ৭৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৪৪ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৪৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৫৬ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ। মৃত্যুবরণকারী নারী চট্টগ্রামে অবস্থান করছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন