কাপ্তাইয়ে “হ্যালো ওসি বুথ” কার্যক্রম শুরু
পুলিশী সেবা নিশ্চিত করাসহ সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমানোর উদ্দেশ্যে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন থানা এলাকায় “হ্যলো ওসি বুথ” তৈরি করে এর কার্যক্রম চালু করেন।
রবিবার (২২ ডিসেম্বর) থেকে যেখানে এলাকার মানুষের নানা সমস্যার কথা শুনে তা দ্রুত সামাধানের উদ্যোগ নেওয়া হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কাপ্তাই থানার ওসি মঃ নাসির উদ্দিন বলেন, স্থানীয় জনগণ যাতে পুলিশী সেবা আরো সহজে এবং বেশি সেবা পায় সেজন্যই “হ্যালো ওসি বুথ” খোলা হয়েছে। ভুক্তভোগী যে কেউ সরাসরি বুথে এসে অভিযোগ করতে পারবেন।
এছাড়া ০১৭৬৯-৬৯০২০১ নাম্বারে কল করেও অভিযোগ জানাতে পারেন।অভিযোগ পেলেই তা সরেজমিন তদন্ত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয় বলে ওসি নাসির উদ্দিন জানান।
ঘটনাপ্রবাহ: অফিসার ইনচার্জ, হ্যলো ওসি বুথ
Facebook Comment