কাপ্তাই নতুন বাজার ভ্রাম্যমাণ আদালত : বিভিন্ন অপরাধে জরিমানা

fec-image

রাঙামাটির কাপ্তাই নতুন বাজার ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (২৯জুন) বেলা ১২টায় ভ্রম্যমাণ অভিযান করে কাপ্তাই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। তিনি জানান অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য তৈরি এতে জীবন হানির আশঙ্কা থাকায় কাপ্তাই হোটেলকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা না রাখায় রাউজান স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো.ইলিয়াছ ও বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা অভিজিৎ রায় উপস্থিত ছিলেন। অভিযানকালে ধুমপান বিষয়ে সচেতনামূলক প্রচারণা করা হয়।

কাপ্তাই নতুন বাজার ভ্রাম্যমাণ আদালত পরিচালোনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন