কাপ্তাই বিএফডিসি মাছ ও জাল আটক

fec-image

কাপ্তাই নতুনবাজার হতে মাছ ও লেক হতে জাল আটক। বন্ধকালীন কাপ্তাই লেকে মাছ শিকার করার সময় জাল ও বাজারে হতে মাছ আটক করেছে বিএফডিসি।

কাপ্তাই বিএফডিসি উপকেন্দ্র প্রধান মো. মাসুদ আলম জানান, তিনমাস যাবৎ কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকার ও বিক্রয় বন্ধ রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী সরকারের নিয়ম-নীতি অমান্য করে মাছ শিকার ও পাচার করছে। শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিত্বে নতুনবাজার এলাকায় অবৈধ ভাবে লেকের মাছ বিক্রয় করার সময় দশ কেজি মাছ আটক করা হয়। পরে আটক আইড় ও রুই মাছ নিলামে ১৪০০টাকা বিক্রয় করা হয়।

এছাড়া কেংড়াছড়ি এলাকা হতে অবৈধ মাছ শিকার করার সময় ৫০০মিটার কারেন্ট জাল ও ২০০০মিটার সুতার জাল আটক করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন