কাপ্তাই সেনাবাহিনীর ফ্রী চিকিৎসা ও অষুধ বিতরণ


কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের ফ্রী চিকিৎসা সেবা গ্রহণ করছেন একজন অসুস্থ নারী।
রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন দুর্গম এলাকায় বসবাসরত দুস্থদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও অষুধ বিতরণ করছে। রোববার (২৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ গোলাছড়ি দুর্গম এলাকার বসবাসরত অসহায়, দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও অষুধ বিতরণ করা হয়।
সেনাপ্রধানের নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়ন অধিনায়কের তত্ত্বাবধানে স্বাস্থ্য সেবা দেয়া হয়। এসময় চিকিৎসা নিতে বিভিন্ন বয়সের রোগীরা ক্যাম্পেইনে আসে বলে ব্যাটালিয়ন সুত্রে জানা যায়। ব্যাটালিয়নের পক্ষ হতে জানানো হয় ভবিষ্যতে এধরনের সুবিধা বঞ্চিত জনসাধারণকে স্বাস্থ্য সেবা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment