কারাগারে বম যুবকের মৃত্যুতে বান্দরবানে বিক্ষোভ


চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় লাল তেং কিম বম নামের এক যুবকের মৃত্যুতে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র সমাজ।
শুক্রবার (১৬ মে) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে তারা প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
এর আগে জেলার রাজার মাঠ থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের বাজার সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে তারা।
ইয়ং বম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লালথার ঙাক বম বলেন, আমরাও একদিন গ্রেপ্তার হবো। তবে লাল তেং কিমের মতো আমাদেরকে তিলে তিলে মারিয়েন না। আমার ভাইয়ের রক্ত মিশে আছে আমাদের শরীরে। আমরা আজ সকলে এ জায়গায় সমবেত হয়েছে।
এ সময় বক্তারা, কারাগারে বন্দী থাকা সকলের মুক্তির দাবি জানান। জানা যায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য লাল তেং কিম বম (৩০) মারা যান।
কারাগার কর্তৃপক্ষ জানায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। লাল তেং কিম বমের বাড়ি বান্দরবান জেলার রুমা উপজেলার বেথেলপাড়ায়।
গত বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টার দিকে অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও জানা যায়, বম পার্টি নামে পরিচিত কেএনএফের সদস্য লাল তেং কিম ২০২৪ সালের ২৬ জুন থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। ব্যাংক ডাকাতিসহ কয়েকটি মামলার এ আসামিকে ওই সময় বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছিল। এর আগে ২০২৪ সালের ৮ এপ্রিল বান্দরবানে গ্রেপ্তার করা হয়েছিল লাল তেং কিম বমকে।