কুতুবদিয়ায় এসএসসির ফলাফলে সেরা কবি জ‌সিম উদ্দিন উচ্চ বিদ্যালয়

fec-image

কক্সবাজারের কুতুবদিয়ায় এবার এসএস‌সি‌তে সেরা ফলাফল করেছে কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থে‌কে ১৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নি‌য়ে পাশ করেছে ১৬২ জন। জি‌পিএ ৫ পেয়েছে ১৭ জন পরীক্ষার্থী। পাশের হার ৯৮.১৮ ভাগ।

সর্বোচ্চ ৩১ জন জি‌পিএ ৫ সহ দ্বিতীয় অবস্থানে রয়েছে ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড ক‌লেজ। ৩১৮ জনে পাশ করেছে ৩০০ পরীক্ষার্থী। পাশের হার ৯৪.৩৪। এছাড়া উপজেলার শীর্ষে থাকা বিদ্যাপীঠ কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ এবার আগের সুনাম অক্ষুণ্ন রাখ‌তে পারেনি। ৩০ জন জি‌পিএ ৫ সহ ৩২ জনে পাশ করেছে ৩০১ জন। পাশের হার ৯২.৯০ ভাগ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলায় এবার এসএস‌সি‌তে ৯‌টি প্রতিষ্ঠান থেকে ১৪৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। পাশ করেছে ১৩১১ জন। জি‌পিএ ৫ পেয়েছে ৯৫ জন শিক্ষার্থী। পাশের হার ৮৯.৫৪ ভাগ।

অপর দি‌কে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে উপজেলার ৯‌টি প্রতিষ্ঠান থেকে ৩৮০ জন শিক্ষার্থী অংশ নি‌য়ে পাশ করেছে ৩৪১ জন। পাশের হার ৮৯.৭৩ ভাগ। জি‌পিএ ৫‌ পেয়েছে ৩২ জন শিক্ষার্থী।

শীর্ষে রয়েছে বড়‌ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। ৫ জন জি‌পিএ ৫ সহ ৪৫ জনে ৪৩ জন পাশ করেছে। পাশের হার ৯৭.৭৭ ভাগ। জি‌পিএ ৫ এর‌ দিক থেকে শীর্ষে রয়েছে আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসা। ১৪ জন জি‌পিএ ৫ সহ পাশের হার ৯০.৫৭। এছাড়া এ মাদরাসায় কারিগরি শিক্ষা‌বো‌র্ডের অধীনে ভো‌কেশনাল পরীক্ষায় ৩৩ জনে পাশ ক‌রে‌ছে ৩২ জন।

কবি জ‌সিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ‌নিছুর রহমান বলেন, এবারের ফলাফল অনেক ভাল। শিক্ষার্থীরা তাদের সেরাটা অর্জন করেছেন। বিগত সম‌য়েও তা‌দের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুনামের সাথে অত্যন্ত ভাল ফলাফল করে আসছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন