কুতুবদিয়া চ্যানেল পারাপারে ভাড়া কমল ৫০ টাকা
কক্সবাজারের কুতুবদিয়া-মগনামা ঘাট পারাপার সংস্কার আন্দোলনের ফলে ভাড়া কমল ৫০ টাকা। এরমধ্যে স্পীডবোট ভাড়ায় ৪০ টাকা ও ডেনিশবোট ভাড়া কমেছে ১০ টাকা। এর আগে ভাড়া ছিল স্পীডবোটে ১২০ টাকা ও ডেনিসবোটে ৪০ টাকা।
মাত্র সাড়ে ৩ কিলোমিটার চ্যানেল পার হতে ইজারাদারের ইচ্ছেমত অযৌক্তিক ভাড়া আদায় করা হত। প্রতিকার চেয়েও কোন সুফল ভোগ করতে পারেনি দ্বীপের সাধারণ মানুষ। যুগের পর যুগ ধরে জেটি ছাড়াও নজিরবিহীন নিয়ম বহির্ভূতভাবে পানিপথ চ্যানেল ইজারা দিয়ে আসছে জেলা প্রশাসন। ফলে অতিরিক্ত ভাড়া গুনতে হত জনসাধারণকে।
সরকার পতনের পর চট্টগ্রাম সহ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র-জনতা গত সপ্তাহে মানববন্ধন করে নির্বাহী অফিসারের কার্যালয়ে। নির্বাহী অফিসার মো. মঈনুল হোসেন চৌধুরী বিষয়টির সাথে সহমত পোষণ করে জেলা প্রশাসকের কাছে যেতে পরামর্শ দেন।
বৈষম্যবিরোধী ছাত্রনেতা ফুরকান কুতুবী বলেন, ছাত্র জনতার আন্দোলন বৃথা যেতে পারেনা। ঘাট সংস্কার আন্দোলনে গতকাল রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে চট্টগ্রাম, কক্সবাজার ও কুতুবদিয়ার হাজার হাজার ছাত্র-জনতামিলে মানববন্ধন করেছেন।
তাদের ঘাট সংস্কারে ন্যায্য দাবি মেনে নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ব্যবস্থাপনা) ও স্থানীয় সরকারের অতিরিক্ত উপপরিচালক রুবাইয়া আফরোজ কুতুবদিয়া মগনামা ঘাট পারাপারে স্পীডবোটে জনপ্রতি নতুন ভাড়া ৮০ টাকা ও ডেনিসবোট ভাড়া ৩০ টাকা নির্ধারণ করেছেন।
নতুন জেলা প্রশাসক যোগদান করার পর ৭ কর্মদিবসের মধ্যে স্থায়ী ভাড়া নির্ধারণ সহ অন্যান্য সমস্যা দূরীকরণে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।