কুতুবদিয়া সৈকতে ২ শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১
কক্সবাজারের কুতুবদিয়া বড়ঘোপ সৈকতে খেলতে গিয়ে তলিয়ে যাওয়া ৩ শিশুর মধ্যে ২ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরেক শিশু। মৃত ২ শিশুর মরদেহ বড়ঘোপ ওয়াইদ্যার পাড়া থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) বড়ঘোপ সৈকতে ফুটবল খেলতে গিয়ে দুপুর ২টার দিকে নিখোঁজ হয় মনোহর খালী গ্রামের বাশাহর পুত্র আশেক (১২), আলী হোসেনের ছেলে আলিম উদ্দিন (১২) ও মো, হাসেম’র ছেলে যাওয়াদ (৬)। এদের মধ্যে আশেক ও আলিম স্থানীয় মাদ্রাসার ছাত্র এবং যাওয়াদ মনোহর খালী সরকারি প্রা. বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র।
মঙ্গলবার বিকেলে সৈকতে মৃত উদ্ধার করা হয় বাদশাহর ছেলে আশেককে (১২) এবং গতরাত ২টার দিকে জেলেদের জালে মৃত উদ্ধার হয় আলী হোসেনর ছেলে আলীম উদ্দিনকে (১২)।
৬ বছরের শিশু জাওয়াদ এখনো উদ্ধার হয়নি।
কুতুবদিয়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার তপন বড়ুয়া ২ শিশু উদ্ধারের কথা নিশ্চিত করেছেন ও উদ্ধার তৎপরতা অব্যাহত আছে বলে জানিয়েছেন।