কুতুবদিয়ায় আগুনে পুড়েছে ৩ বাড়ি, কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি


কুতুবদিয়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩ বসত বাড়ি।
বুধবার (২৭ জুলাই) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে মিয়াজির পাড়ার মৃত ছৈয়দ নুরের ছেলে জামাল হোসেনের বাড়িতে হঠাৎ আগুন লাগে। এসময় আগুন জামাল হোসেনের ভাই কামালসহ পাশের বাড়িতে ছড়িয়ে পরে।
প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে পরে সফল হলেও কয়েকটি ঘর পুড়ে যায়। পুড়ে যায় ওজাইর নামের ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রের বই, খাতা ও জামা-কাপড়ও।
ক্ষতিগ্রস্ত পরিবার জানান, নিমিষেই পুড়ে গেছে কয়েক লাখ টাকার মালামাল। এনজিও থেকে লোন নেয়ার গাভী বিক্রির টাকাও পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার পরপরই খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা প্রাথমিক ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
সৌরবিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।