কুতুবদিয়ায় পানিতে ডুবে দু’দিনে ৪ শিশুর মৃত্যু


কুতুবদিয়া পানিতে ডুবে দু’দিনে মারা গেছে ৪ শিশু। মঙ্গলবার ও সোমবার পৃথক পৃথক ঘটনায় এ শিশুরা মারা যায়।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) সকাল ১১ টার দিকে উত্তর ধুরুং হায়দার আলী সিকদার পাড়ার মোহাম্মদ আলমগীরের শিশু পুত্র ইয়াসিন (২) সবার অগোচরে পাশের পুকুরে তলীয়ে যায়। পরে শিশুটি পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শিশুটি মৃত বলে জানান।
একই দিন বিকাল ৪টার দিকে একই ইউনিয়নের মদিন্যা পাড়ার সৈয়দ নুরের ১০মাস বয়সী ছেলে আল হাবিব নয়নমনি পুকুরে ডুবে মারা যায়।
অপরদিকে সোমবার আলী আকবর ডেইল কিরণ পাড়ায় গুরা মিয়ার মেয়ে নাজমা(৬) পানিতে ডুবে মারা গেছে। একই দিন অপর একটি পানি ডুবির ঘটনা উত্তর ধুরুং মসজিদ পাড়ার নুরুল আমিনের পুত্র ইয়াসিব (২) পুকুরে ডুবে গেলে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্মরত ডা. বিপ্লব বড়ুয়া শিশুটি মৃত বলে জানান।