খাগড়াছড়িতে ইট-ভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন


উচ্চ আদালতের নির্দেশে খাগড়াছড়ির সব ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুরে জেলার সবকয়টি ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন বিভাগের কমর্কতারা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন অনুযায়ী খাগড়াছড়ির সকল অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি এর আগে খাগড়াছড়ি জেলা সদর ও বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটাগুলোকে একাধিকবার বন্ধ ও জরিমানার করলেও এবার তা স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নেয় প্রশাসন।ভবিষ্যতে খাগড়াছড়িতে আর ইটভাটা চালু করতে দেওয়া হবে না বলে জানান তারা।
ঘটনাপ্রবাহ: ইট ভাটা, খাগড়াছড়িতে
Facebook Comment