খাগড়াছড়িতে জিয়া পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

fec-image

খাগড়াছড়িতে জিয়া পরিষদের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পবিত্র মাহে রমজান এ আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) খাগড়াছড়ি পৌর টাউন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জিয়া ভাস্কর্যে গিয়ে পুষ্প মাল্য অর্পণ করেন নেতা কর্মীরা। পরে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া।

এসময় তিনি আরও বলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ এখনো পর্যন্ত যেসব শিক্ষকদের আওয়ামী দোসদের হাত ধরে অনেক দুর্গম জায়গায় বদলি করে রেখেছেন। তাদের প্রতি অন্যায় অবিচার করা হয়েছে।

সেসব শিক্ষক বঞ্চিত এবং নিপীড়িত তাদের যদি যোগ্য সম্মান দিয়ে যোগ্যস্থানে বদলি করা না হয় তাহলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে জানিয়েছে তিনি।একই সাথে আগামী এক মাসের মধ্যে সকল অপকর্ম, দুর্নীতি ও অনিয়ম বন্ধ  না করলে কঠোর অবস্থান নেওয়ার আল্টিমেটাম দেন তিনি।

খাগড়াছড়ি জিয়া পরিষদের সভাপতি মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, জিয়া পরিষদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন