খাগড়াছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

fec-image

আজ সোমবার ১২ রবিউল আউয়াল, বাংলাদেশসহ মুসলিম বিশ্বে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ৫৭০ সালের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন।

খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উপলক্ষ্যে দোয়া মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের জেলা সদরস্থ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা’র উপ-পরিচালক মো. খলিলুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এ সময় পবিত্র কোরআন তিলাওয়াত পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) যেখানে জন্মগ্রহণ করেন, সেখানে কোন শৃঙ্খলা ছিলোনা, বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার হতো। সেই অবস্থায় আলোকবর্তিকা হিসেবে, মানবজাতির আলোর দিশারী হিসেবে তিনি আবির্ভূত হন। তার জীবন ও কর্মপদ্ধতিঃ আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাতে মুক্তি মিলবে। তিনি মহান চরিত্রের অধিকারী, সুন্দর ও মার্জিত স্বভাবের প্রতিচিত্র। মহানবী (সা.) এর চরিত্র সকলের জন্য নমুনা ও আদর্শ চরিত্রের অধিকারী।

তিনি আরও বলেন, আমাদের দেশে অনেকে শান্তি, শৃঙ্খলা বিনষ্ট করার জন্য অনেকেই বিভিন্নভাবে গুজব ছড়ায়। শান্তি-সম্প্রীতির নষ্ট করার জন্য বিভিন্নভাবে গুজব ছড়িয়ে থাকে। তাই আমাদেরকে গুজব থেকে সজাগ থাকতে হবে। সর্বোপরি দেশের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নসহ সার্বিক শান্তি শৃঙ্খলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন