খাগড়াছড়িতে বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা ও বর্ষবরণ


বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে খাগড়াছড়ি জেলা শহরের ঈদগাহ মাঠ থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বটতলে বর্ষবরণ অনুষ্ঠান হলে গিয়ে শেষ হয়।
খাগড়াছড়িতে প্রথমবারের মতো আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
সেখানে স্থানীয় শিল্পীদের দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ বিপুল সংখ্যক দর্শক। বর্ষবরণকে কেন্দ্র করে সেখানে মেলার আয়োজন করা হয়েছে।