খাগড়াছড়িতে অপহৃত কিশোরী উদ্ধার, আটক ১
খাগড়াছড়ির মানিকছড়ি স্কুল থেকে এক কিশোরীকে অপহরণ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামি মানিকছড়ি উপজেলার তিনটহরী এলাকার সুলতান মিয়া’র ছেলে মো. মনির হোসেন (২৪)।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে সুনামগঞ্জ জেলা থেকে আসামি মো. মনির হোসেনকে (২৪) গ্রেফতার করে পুলিশ।
ভিকটিমের বাবা মো. বাচ্চু মিয়া জানান, তার ছোট মেয়ে ভিকটিম বড়ডলু উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। ভিকটিম প্রতিদিন সকাল ৯টার সময় স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় এবং বিকালের দিকে বাড়ি ফিরে আসে। কিন্তু অপহরণের দিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পরেও ভিকটিম বাড়ি ফিরে আসেনি। আত্মীয়-স্বজন ও আশে-পাশে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে ভিকটিমকে না পেয়ে পরবর্তীতে থানার শরণাপন্ন হয়।
পরবর্তীতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর নেতৃত্বে খাগড়াছড়ি জেলার একাধিক চৌকস দল ঘটনার অনুসন্ধান শুরু করে।
অনুসন্ধানকালে জানা যায়, ভিকটিমকে মানিকছড়ি উপজেলার তিনটহরী এলাকায় সুলতান মিয়া’র ছেলে মো. মনির হোসেন (২৪), ভিকটিমকে স্কুল থেকে ফেরার পথে ভয়ভীতি প্রদর্শন করে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।