এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারতের পুশ-ইন দেড়শ' ছাড়ালো

খাগড়াছড়ি সীমান্তে আবারও ৮ জনকে পুশ-ইন করল বিএসএফ

fec-image

খাগড়াছড়িতে আবারও পুশ-ইনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে জেলার মাটিরাঙ্গা উপজেলা সীমান্তবর্তী শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৮ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম এ বিষয়ে সাংবাদিকদের জানান, গভীর রাতে ৮ জন ব্যক্তিকে পুশ-ইন করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তবে কীভাবে তাদের পুশ-ইন করেছে সেই বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতো। পুশ-ইন হওয়াদের বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই শেষে সিন্ধান্ত নেওয়া হবে। তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রয়েছেন।

জানা গেছে, এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১শ ৫৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ।

উল্লেখ্য, চলতি বছরের ৭ মে প্রথমবার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশিদের পুশ-ইন করা শুরু করে ভারত।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন