খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে প্রতিষ্ঠার ৫৮বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কার্যালয়ের মিলায়তনে এ আলোচনা সভা ও শুভেচ্ছা বার্তা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় বিটিকেএস এর কেন্দ্রীয় কমিটি’র সভাপতি সুশীল জীবন ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও বিটিকেএস’র সাবেক সভাপতি যতীন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় আলোচনা সভায় বিটিকেএস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দয়ানন্দ ত্রিপুরার সঞ্চালনায় বিভিন্ন দেশে অবস্থানরত ত্রিপুরা সমাজের কৃতি সন্তান ও অধ্যয়নরত ত্রিপুরা শিক্ষার্থীরা ভার্চুয়ালের মাধ্যমে ৫৮বর্ষপূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা বিনিময় করেন। শুভেচ্ছা বার্তা’র পরপরেই অনুষ্ঠানের আগত অতিথিরা বাংলাদেশ ত্রিপুরা সংসদের সৃষ্টি লগ্ন থেকে প্রাপ্তি-অপ্রাপ্তি, গঠনপ্রণালী ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন।
আলোচনা সভার পরপরে কেক কেটে ৫৮বর্ষপূর্তির উদযাপন করা হয়।
এছাড়া বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উপদেষ্টা সুরেশ মোহন ত্রিপুরা, বিটিকেএস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরজ(মিঠু), সাংগঠনিক সম্পাদক তাপস কুমার ত্রিপুরা,সংগঠনের সদস্য অমিয় কান্তি রোয়াজা, বাত্রিকস সদর আঞ্চলিক শাখা’র সভাপতি বিপ্লব কান্তি ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সভাপতি নবলেশ্বর ত্রিপুরা(লায়ন)’সহ বিটিকেএস, বিটিজেকেএস’র বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।