খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উৎসব শুরু

fec-image

সারাদেশের ন্যায় খাগড়াছড়ি ইস্কন শ্রী শ্রী রাধা-বঙ্কুবিহারী মন্দির, খাগড়াপুর জগন্নাথ মন্দির ও বিভিন্ন মন্দিরের আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণী রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) বিকালের দিকে ইস্কন শ্রী শ্রী রাধা-বঙ্কুবিহারী মন্দির, খাগড়াপুর জগন্নাথ মন্দির, জিরোমাইল জগন্নাথ মন্দিরসহ জেলা সদরের বিভিন্ন স্থানে মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে চেঙ্গী স্কয়ার ঘুরে যার যার মন্দির প্রাঙ্গণে রথ নিয়ে যায়। এতে হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ, বৃদ্ধ বনিতারা অংশ নেন।

অপরদিকে বিকাল ৪টায় জেলা শহরস্থ মুক্ত মঞ্চ প্রাঙ্গণনে ইস্কন শ্রী শ্রী রাধা-বঙ্কুবিহারী মন্দিরের উদ্যোগে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ ধর্মসভায় মন্দির উন্নয়ন কমিটি’র সভাপতি অমৃত লাল ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা নাহার, অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল ইসলামসহ ইসকন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উৎসব, উৎসবমুখর, খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন