কাপ্তাইয়ে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় কৃষকলীগের ধান কাটা উৎসব

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলা কৃষকলীগের উদ্যোগে রেশমবাগান তনচংগ্যা পাড়া ধানকাটা উৎসব পালন করা হয়েছে।

বুধবার (৩ মে) সকাল ১১টায় রেশম বাগান তনচংগ্যা পাড়ায় উৎসব উদ্বোধন করা হয়।

ধান কাটা উৎসব উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা কৃষকলীগ সভাপতি জাহিদ আক্তার। প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী।

পরে এক আলোচনা সভা কাপ্তাই উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা কৃষকলীগ সভাপতি মাহাবুব আলম তালুকদার।

এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীসহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, রাঙামাটি জেলা কৃষকলীগের সিনিয়র সহ- সভাপতি সান্ত্বনা চাকমা,কাপ্তাই উপজেলা কৃষি বিভাগের উপ- সহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দয়ারাম তনচংগ্যা, চন্দ্রঘোনা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মৃনাল তনচংগ্যাসহ কেন্দ্রীয়,জেলা, উপজেলা ও ইউনিয়নের কৃষকলীগের নেতৃবৃন্দ।

কাপ্তাই উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের দিক নির্দেশনায় সারাদেশের ন্যায় কাপ্তাই উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা এ ধান কাটা উৎসব পালন করছেন।

নেতৃবৃন্দের উপস্থিতিতে ঐ এলাকার ২ একর কৃষকের ব্রিধান-১০০ ( বঙ্গবন্ধু ধান) কেটে কৃষকের ঘরে তুলে দেন কৃষকলীগের নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উৎসব, কাপ্তাই, কৃষকলীগ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন