বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উৎসব উদযাপিত

fec-image

নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসব।

বান্দরবান কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে চলছে নানান অনুষ্ঠানমালা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে বান্দরবান রাজারমাঠে বেলুন উড়িয়ে উৎসবের মহাশোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক।

এ সময় তিনি এক সংক্ষিপ্ত বক্তব্য দিতে গিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং জন্মাষ্টমী উৎসব এর শুভকামনা করে সবাইকে নিজ-নিজ ধর্ম সুন্দরভাবে উদযাপনের জন্য আহবান জানান।

পরে রাজারমাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এসময় নানা বর্ণিল সাজে বিভিন্ন দেব-দেবীর প্রতিকৃতি সেজে শিশু-কিশোররা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আনোয়ার হোসেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, বান্দরবান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি
অঞ্জন কান্তি দাস ,সাধারণ সম্পাদক আনন্দ দাস সহ সনাতনী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোরে মহানামযজ্ঞের পূর্ণাহুতি, নগর পরিক্রমা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বান্দরবানে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের বর্ণাঢ্য এই জন্মাষ্টমী উৎসবের।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আয়োজন, উৎসব, উদযাপিত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন