রামগড়ে বর্নাঢ্য আয়োজনে ৪৩ বিজিবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

fec-image

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জন্মস্থান রামগড়ে বর্নাঢ্য আয়োজনে উদযাপিত হলো ৪৩ ব্যাটালিয়নের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (৩১ জুলাই) দুপুরে তৈচালাপাড়ায় ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশালাকারের কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন বিএএমএস, এনডিসি, পিএসসি, জি ।

এছাড়া তাঁর সাথে ছিলেন, বিজিবির গুইমারার সেক্টর কমান্ডার কর্নেল এস এম মোর্শেদ সরোয়ার, এনডিসি, এএফডব্লিওসি, পিএসসি, ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি, জিসহ অন্যান্য সেনা ও বিজিবির আমান্ত্রিত কর্মকর্তাগণ।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন বিএএমএস, এনডিসি। স্বাগত বক্তব্য দেন, ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু বকর সিদ্দিক সাইমুম পিএসসি, জি এবং ভারপ্রাপ্ত এডজ্যুটেন্ট ক্যাপ্টেন মো. নূর হোসেন।

আনুষ্ঠানিক কেক কাটার পর প্রীতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লে.কর্নেল এ বি এম জাহিদুল করিম (এসি, অধিনায়ক, যামিনিপাড়া ২৩ বিজিবি) লে. কর্নেল সোহেল আহমদ, পিএসসি, অধিনায়ক, খেদাছড়া ৪০ বিজিবি, লে.কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি (অধিনায়ক, ৩ ফিল্ড আর্টিলারি সিন্দুকছড়ি সেনা জোন), লে. কর্নেল কামরুল হাসান পিএসসি,(অধিনায়ক, ১৫ ফিল্ড আর্টিলারি), মাটিরাঙ্গা জোন, লে.কর্নেল মো. এ এইচ এম জুবায়ের, পিএসসি, জি (অধিনায়ক, ৩২ ফিল্ড আর্টিলারি লক্ষিছড়ি জোন), রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী , রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল, বীর মুক্তিযোদ্ধা মংপ্রু সাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মানিকছড়ি মান রাজ কুমার সুইচিং প্রুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক উপস্থিত ছিলেন।

সোমবার বাদ ফজর ব্যাটালিয়ন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।

সকাল ৮টায় ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও বিজিবি পতাকা উত্তোলন করা হয়। ৯টায় অনুষ্ঠিত হয় বিশেষ দরবার। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালে নওগাঁ জেলায় প্রতিষ্ঠা হয় বিজিবির ৪৩ ব্যাটালিয়ন । ২০১৬ সালের সেপ্টেম্বরে রামগড়ে বদলি হয়ে আসে ব্যাটালিয়নটি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আয়োজন, উদযাপিত, প্রতিষ্ঠাবার্ষিকী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন