খাগড়াছড়িতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ
খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
অতিথি বক্তারা জানান, জনসাধারণের সচেতনতা বৃদ্ধি ও অংশীজনদের ভূমিকার মাধ্যমে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যার যেখানে পতিত জমি আছে, সেটা চাষের আওতায় এনে উৎপাদন বাড়াতে বাড়াতে হবে। সবাইকে ধুমপান ও তামাক নেয়া থেকে দূরে থাকতে হবে। আমরা আশা রাখি জনসাধারনের সজেতনতা বৃদ্ধি ও অংশীজনদের প্রয়োজনীয় ভূমিকার মাধ্যমে তামাকমুক্ত দেশ তুলতে সক্ষম হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম প্রমুখ।