খাগড়াছড়িতে পৌর নির্বাচনে ১২ অক্টোবর থেকে মনোনয়নপত্র বিক্রি করবে বিএনপি

fec-image

পৌরসভার মেয়র পদ ফিরে পেতে মরিয়া বিএনপি। পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে যোগ্য প্রার্থী বাছাই করতে আরো এক মাস আগে ১১ সদস্য বিশিষ্ট পৌরসভা নির্বাচনী সাবজেক্ট কমিটি গঠন করেছে বিএনপি। এ কমিটি দফায় দয়ায় বৈঠক করছে। তবে ইতিমধ্যে মেয়র পদে কয়েক জনের নাম আলোচনায় থাকলেও এখনো কেউ নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেনি।

এমনি প্রেক্ষাপটে শুক্রবার(৯ অক্টোবর) পৌর নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে প্রস্তুতি সভা করেছে বিএনপি। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় খাগড়াছড়ি পৌর নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার পাশাপাশি মেয়র ও কাউন্সিলর পদে যোগ্য বাছাই ও বিজয় নিশ্চিত করার মাধ্যমে পৌরবাসীকে নাগরিক সেবা দিয়ে দীর্ঘ দিনের প্রত্যাশা পুরণে মত দেন নেতা-কর্মীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে বর্তমানে চার জনের নাম আলোচনায় রয়েছেন, এরা হচ্ছেন,খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু , অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। এর মধ্যে গত নির্বাচনে আব্দুল মালেক মিন্টু বিএনপির প্রার্থী ছিলেন। আব্দুল রব রাজা ছিলেন, খাগড়াছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টার, ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এম এন আবসার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রব রাজা, মোঃ আবু তালেব প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্ল্যাহ মিলন, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম। জেলা বাস্তহারা দলের সভাপতি মোঃ নুরুল আলম, সদর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল ও সদর পৌর সভার ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।

দলীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছারকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট পৌরসভা নির্বাচনী সাবজেক্ট কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি আগামী ১২ অক্টোবর জেলা বিএনপির কার্যালয়ে আগ্রহী মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের মধ্যে দলীয় নমিনেশন ফরম বিতরণ করবেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভা নির্বাচনী সাবজেক্ট কমিটি এমএন আবছার জানান, খাগড়াছড়ি পৌর এলাকা বিএনপি’র ভোট ব্যাংক হিসেবে পরিচিত। খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে দুই বার বিএনপির প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল। কিন্তু বর্তমান সরকারের আমলে দিনের ভোট রাতে হওয়াসহ ভোট ডাকাতির কারণে বিএনপি’র প্রার্থীরা নির্বাচিত হতে পারেনি। সামনে পৌরসভা নির্বাচনে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় মেয়র ও কাউন্সিলর পদে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, পৌরসভা, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন