খাগড়াছড়িতে যুবদলের বিক্ষোভ-সমাবেশ
খাগড়াছড়িতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুবদলের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) দুপুরে জেলা শহরের মিল্লাত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়ক এলাকায় পৌছলে পুলিশের বাঁধার মুখে পড়ে সেখানেই সমাবেশ করে তারা।
সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক দাবি করে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি জানান।
বক্তারা বলেন, তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান রাজনীতির সাথে জড়িত নন, তিনি একজন পেশাজীবী মেধাবী চিকিৎসক। অথচ প্রতিহিংসার কারণে তাকেও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজা, আবু তালেব, জেলা যুবদলের আমির খান ঝিনুক, কমল বিকাশ ত্রিপুরা, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুল আলম প্রমুখ।