খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির মতবিনিময় সভা
যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির উদ্যোগে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশ। অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জন মিটন চাকমা, নাটাব’র জেলা শাখার সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়া, স্থানীয় একটি পত্রিকার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সচেতনতার পাশাপাশি নিয়ম মেনে চিকিৎসা নিলে এ রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই ভয় না পেয়ে সরকারিভাবে সেবা নিয়ে সুস্থ থাকার আহবান জানান তারা।