খাগড়াছড়ির কমলছড়িতে মহিলা দলের কাউন্সিল সম্পন্ন

খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের জাতীয়তাবাদী মহিলা দলের কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সভাপতি মুফিজুর রহমান। কাউন্সিল উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান।
খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা দলের সভাপতি মিটন রানী ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা ও খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুরজিনা চাকমা।
কাউন্সিলে ফাতেমা বেগমকে সভাপতি ও কমেলা বেগমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমলছড়ি ইউনিয়ন মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়।