গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ

fec-image

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে এবং বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রী কলেজের সাধারন শিক্ষার্থীর ব্যানারে সকাল ১১টায় কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমতল চত্বর এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা “ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই”, “বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন কর” বলে স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, গাজাবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহ প্রতিনিয়ত নৃশংস হত্যা, নির্যাতন ও নিপিড়নের স্বীকার হচ্ছে। লজ্জার বিষয় আমরা এখনো এই বর্বরতার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। গাজাসহ বিশ্বে মুসলিম উম্মাহদের বিরুদ্ধে যা হচ্ছে তা প্রতিরোধে আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার বিকল্প নেই।

তারা আজকের ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি সকলকে ইসরায়েলী পণ্য বর্জনের ঘোষণা দেন। এ সময় ইসরাইলি বর্বরতার বিপক্ষে লেখা নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গাঁজা, ফিলিস্তিন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন