গুইমারায় গাড়িতে আগুন
খাগড়াছড়ির গুইমারায় হঠাৎ একটি ভিআইপি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার যৌথ খামার এলাকার স্কুলের বিপরীতে সড়কে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রচুর বৃষ্টি পড়ছে, ওই সময় গাড়িটি খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ বিশ জনের মত লোক এসে গাড়িটি দাড় করায়। পরে আগুন লাগিয়ে দেয়।ওই সময় ড্রাইভারসহ দুইজন লোক গাড়িতে ছিল। তারা পালিয়ে যায়। তবে কেও কেও ধারণ করছে গাড়িটি কুজেন্দ্র লাল ত্রিপুরার। গাড়ির নংঢাকা মেট্রো -ঘ-১৫৭৬৩০।
গুইমারা থানার ওসি আরিফুল আমিন বলেন, রাতে একটি গাড়িতে লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর শুনে পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে। গাড়ির মালিকানা নিশ্চিত করতে বিআরটিএর নিকট পাঠানো হয়েছে। চালক পালিয়েছে।
অপর দিকে এই ঘটনায় আঞ্চলিক সংগঠনগুলো একে অপরকে দোষারোপ করছে।