ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা বৃদ্ধের পা বিচ্ছিন্ন
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা বৃদ্ধের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাজাবনিয়া সীমান্তের জিরো লাইনে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জুমার নামাজের পর হঠাৎ বিকট শব্দ শোনা গেলে তারা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে কাতরাতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে সিএনজি যোগে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিস্ফোরণের ঘটনাটি ঘটে ঘুমধুম সীমান্তের ৩৩-৩৪ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে। বর্তমানে আহত বৃদ্ধ নুরুল হককে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজারের উখিয়া এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ মোবাইল ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, আহত বৃদ্ধকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।