চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে মোহাম্মদ শোহাইব (১২) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগিরখীল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্র শোহাইব ওই এলাকার ফিরোজ আহমদের জৈষ্ঠ্য সন্তান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম বদি আলমের নাতী। সে ডুলাহাজারা কলেজিয়েট ইনস্টিটিউটের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয় ইউপি সদস্য মো. ফখরুল ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১টার স্কুল ছাত্র শোহাইব ও তার দুই ছোট মামাতো ভাইসহ বাড়ির পুকুরে ফুটবল নিয়ে খেলা করতে গিয়ে আকস্মিকভাবে বল নিয়ে ডুবে যান। এসময় তাদের মামাতো ভাইয়েরা খুঁজে না পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পানিতে ভেসে উঠলে তাকে দ্রুত উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন।