চকরিয়ায় সেনা কর্মকর্তা নিহতের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও মানববন্ধন

fec-image

কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান চালানোর সময় ডাকাতের ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন নামে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। সেনাবাহিনীর তরুণ চৌকস কর্মকর্তা তানজিম নিহতের ঘটনার প্রতিবাদে চকরিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহরে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

চকরিয়া পৌরশহরের জনতা টাওয়ারের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নানা স্লোগান এবং প্লেকার্ড নিয়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিলটি শুরু করে পুরো মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় জনতা টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। পরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় চকরিয়া উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সেনা কর্মকর্তা তানজিম হত্যার সাথে জড়িত স্বশস্ত্র ডাকাত ও সন্ত্রাসী বাহিনীদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার করে ন্যায় বিচারের দাবি জানান।

ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আরো বলেন, সহস্র শহীদের রক্তের বিনিময়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত স্বাধীন জন্মভূমিকে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার ও সেনা হত্যার দ্রুত বিচার কার্যকর করারও দাবি জানান।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল চকরিয়া উপজেলার ডুলাহাজারা পূর্ব মাইজ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে ডাকাত দল যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত ছত্রভঙ্গ হওয়ার চেষ্টা করে। এ সময় হঠাৎ করে সেনা কর্মকর্তা তানজিম এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকে লক্ষ করে গুলি চালায়। এরই এক পর্যায়ে তাদের ধরার চেষ্টা করেছিলেন সেনাবাহিনীর এই কর্মকর্তা। কিন্তু এ সময় তার ঘাড়ে ও শরীরে আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সেনা কর্মকর্তা তানজিমকে দ্রুত উদ্ধার করে প্রথমে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে রামু সম্মিলিত মেডিকেল হাসপাতালে (সিএমএইচ) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত এই কর্মকর্তার শরীরে পাঁচটি ক্ষতচিহ্ন রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন