চকরিয়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে আঘাত, নিহত ১

fec-image

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পাথর বোঝাইকৃত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে আঘাত করলে ঘটাস্থলে উসমান গনি (১৫) নামে এক দোকান কর্মচারী নিহত হয়। এ সময় আরো তিন পথচারী ট্রাকগাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়।

খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় নিহত চা-দোকান কর্মচারী উসমান গনি চকরিয়া উপজেলার উত্তর হারবাং গয়ালমারা এলাকার নুর মোহাম্মদের ছেলে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর হারবাং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী পাথর বোঝাইকৃত একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সকাল সাড়ে সাতটার দিকে উত্তর হারবাং পেট্রোল পাম্প সংলগ্ন মহাসড়কের পাশে চায়ের দোকানে ঢুকে পড়ে। ওই সময় চায়ের দোকানে কাজ করা অবস্থায় উসমান গনি (১৫) নামে এক দোকান কর্মচারী ঘটনাস্থলে নিহত হন।

এছাড়াও দোকানের বাবুর্চি মো. ইসমাঈল (২৫) ও দুই পথচারীসহ ৩ জন গুরুতর আহত হয়। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

দুর্ঘটনার পর পরেই গাড়ির চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চিরিংগা হাইওয়ে পুলিশ গাড়িটি জব্দ করেছেন।

মহাসড়কের চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ইমন চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে উত্তর হারবাং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ট্রাক ঢুকে এক দোকান কর্মচারী ঘটনাস্থলে নিহত হন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক প্রতিবেদন তৈরি করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া পরিবারের আবেদন সাপেক্ষে পরবর্তী আইনত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় পতিত গাড়িটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন