চকরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কক্সবাজারের চকরিয়া পুকুরের পানিতে ডুবে ইশমা (২) বছর বয়সি এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ ডিসেম্বর) বিকালের দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া শিশু ইশমা ওই এলাকার জামাল উদ্দিনের কন্যা।
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইলিয়াস সাঈদী পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরের দিকে শিশু ইশমা খাবার খেয়ে বাড়ির পাশে পুকুরের পাড়ে খেলা করেছিল। পরিবারের অগোচরে হঠাৎ অসাবধানবশত শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। শিশুর মা রান্না ঘর থেকে চিৎকার শোনে দ্রুত পুকুর থেকে মেয়ে ইশমাকে তুলে নিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে বলে জানান তিনি।