চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, আটক ৬


চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখী উৎসব উদযাপনের মঞ্চ ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। রোববার (১৩ এপ্রিল) রাত ৮টায় নগরীর কোতোয়ালী থানার ডিসি হিলে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫/৩০ জনের একটি দল বিভিন্ন স্লোগান দিয়ে এসে মঞ্চের সামনে চেয়ার, টেবিল ভাঙে, ছিঁড়ে ফেলে পর্দা। এছাড়া অনুষ্ঠানের বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়। আঘাত করা হয় মঞ্চ প্রস্তুতির শ্রমিকদের। এ সময় তারা শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয়। এমন ঘটনার পর আগামীকালের বৈশাখীর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সমন্বয়ক সুচরিতা দাশ বলেন, প্রশাসন শুরু থেকে এই অনুষ্ঠানের অনুমতি দিতে গড়িমসি করেছে, অসহযোগিতা করেছে। এ কারণেই আজকের ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে খবর শুনে ঘটনাস্থল পরিদর্শনে যান কোতোয়ালী থানার পুলিশ সদস্যরা।